You are currently viewing আম সংগ্রহের সম্ভাব্য সময় সূচী ও আম চাষের এলাকা

আম সংগ্রহের সম্ভাব্য সময় সূচী ও আম চাষের এলাকা

আম সংগ্রহের সম্ভাব্য সময় সূচী । রাজশাহী বিভাগের সকল জেলার আম ভাঙ্গার সঠিক সময় রাজশাহী জেলা প্রশাসন বেধে দিয়েছে। যা দেখে সকল আম চাষী আম সংগ্রহ করতে পারবে। রাজশাহীর সেরা পরিচিত আমের জাত গুলোর মধ্যে রয়েছে- ফজলি, বোম্বাইল ফজলি, সুরমা ফজলি, গোপালভোগ, লক্ষণভোগ, লখনা, আসিনা, ল্যাংড়া, রাণী পছন্দ, ক্ষিরসাপাত, হিমসাগর, হাঁড়িভাঙ্গা, আশ্বিনা, আমরুপালি, বারি আম-২, বাউ আম-৩, বারি-৩, মোহন ভোগ, ক্ষিরমন, সেন্দুরা গুটি, দুধস্বর (ছোট), তোতাপুরী (ম্যাট্রাস), গৌড়মতি, বোম্বাই, সুন্দরী, সুবর্ণরেখা, কালা পাহাড়, বউ ভুলানী, জমরুদ, অরুনা (হাইব্রিড-১০), নীলাম্বরী, ফোনিয়া, চৌষা, সিন্ধু, বোগলা গুটি, রাজভোগ, টিক্কা ফরাশ, মৌচাক, মহানন্দা, তোতাপুরী, পুকুর পাড়, কোহিতুর, বিলু পছন্দ, কাগরী, চিনিবাসা, দুধ কুমার, মন্ডা, লাড্ডু, সীতাভোগ, শোভা পছন্দ, গৃঠাদাগী, ছোট আশ্বিনা, ঝুমকা, দুধেসহরী ইত্যাদি যেগুলো নামিয়ে কখন বাজারজাত করতে পারবে, নিম্নে তার তালিকা দেওয়া হয়েছে।

আম চাষ উপযোগী এলাকা :

বর্তমানে বাংলাদেশের যেসব অঞ্চলে সব থেকে বেশি আম চাষ হয় তার মধ্যে অন্যতম রাজশাহী দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, যশোর, ময়মনসিংহ, চট্রগাম এবং পাবনার ইশ্বরদি এলাকায় অন্যতম। আর পৃথিবীর প্রায় সমস্ত উষ্ণ প্রধান জলবায়ুর অঞ্চল গুলোতে আমের চাষাবাদ হয়। এর মধ্যে অর্ধেকের কাছাকাছি আম উৎপাদন হয় শুধুমাত্র ভারতেই। এর পর অন্যান্য যেসব দেশ আম উৎপাদন করে তার মধ্যে আছে চীন, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, উত্তর-দক্ষিণ ও মধ্য আমেরিকা, দক্ষিণ-পশ্চিম ও মধ্য আফ্রিকা প্রভৃতি। আম খুব উপকারী ফল।

আম সংগ্রহের সম্ভাব্য সময়সূচী :

ক্রমিকআমের নামআম সংগ্রহের সম্ভাব্য সময়
সকলপ্রকার গুটি আম১৫ মে থেকে
গোপালভোগ২০ মে থেকে
লক্ষণভোগ/লখনা২৫ মে থেকে
রানীপছন্দ২৫ মে থেকে
হিমসাগার/ক্ষিরসাপাত২৮ মে থেকে
ল্যাংড়া০৬ জুন থেকে
আমরুপালী১৫ জুন থেকে
ফজলী১৫ জুন থেকে
আশ্বিনা১০ জুালাই থেকে
১০বারি আম-৪১০ জুলাই থেকে
আম সংগ্রহের সম্ভাব্য সময়সূচী

জেলা প্রশাসন, রাজশাহী।

আম সংগ্রহের সম্ভাব্য সময় সূচী
আম সংগ্রহের সম্ভাব্য সময় সূচী

admin

আমচত্তর ডট কম থেকে রাজশাহীর দেশি ফল আম লিচু অনলাইনে অর্ডার করুন। আমরাই সরাসরি বাগান থেকে ভেজার মুক্ত টাটকা ফল আম লিচু কুরিয়ারের মাধ্যমে সারাদেশে ডেলিভারি করছি। তবে মনে রাখবেন আম লিচুর বাজার মূল্য প্রতিনিয়ত পরিবর্তনশীল তাই নতুন আপডেট মূল্য জানতে নিয়মিত আমচত্তর ডট কম ভিজিট করুন।